ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নদী থেকে ওঠানো হলো যুবলীগ নেতার মোটরসাইকেল

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

শনিবার, ১০ জুন ২০১৭ , ০৫:৩২ পিএম


loading/img

রাঙামাটির লংগদুতে নিহত মোটরসাইকেল চালক ও সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের ভাড়ায়চালিত মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ৩টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদী থেকে  মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে মাইনী নদীতে মোটরসাইকেল উদ্ধারে নামে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল।   

মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মো. শামছুদ্দিন ভূঁইয়া।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম থেকে জুনেল ও রুনেল চাকমাকে খাগড়াছড়ি সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধারে দীঘিনালার মাইনী নদীতে তল্লাশি শুরু করে একটি ডুবুরি দল।

অভিযান পরিচালনাকালে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন, চট্টগ্রামের পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ চাকমা।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |